শক্তি আরাধনা ও দেবী বন্দনা
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
অমাবস্যার ঘনান্ধকারে, গভীর নিশাকালে, দেবী মহাকালীর পূজা অনুষ্ঠিত হয়। দেবী তুষ্টা হয়ে উগ্রা মূর্তি ত্যাগ করে শান্ত সৌম্যা শ্যামা মূর্তিতে আবির্ভূতা হন। বিশ্বচরাচরে পূজিতা হন। কোথাও বা ছিন্নমস্তা কালীর পূজা করা হয়ে থাকে। উগ্রচণ্ডা কালীর দক্ষিণ হস্তে থাকে খড়্গ ও ত্রিশুল। তিনি ভীমা ভয়ংকরী মূর্তিতে রণচণ্ডিকা রূপে কালরাত্রিতে বিরাজমানা। শ্যামা কালীর বাম হস্তে থাকে খড়্গ ও নরমুণ্ড। বরাভয় দান করেন।তিনি অশুভ শক্তির বিনাশ করেন। পরদিন ধূমধাম করে দেবী বিসর্জন হয়। একটি বছরের জন্য প্রতীক্ষা করতে হয়।
শক্তি আরাধনা ও দেবী বন্দনা
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কৃষ্ণ অমাবস্যা তিথি, কালীর মন্দিরে,
পুরোহিত শুদ্ধ চিত্তে মন্ত্র পাঠ করে।
জ্বলিছে প্রদীপমালা বাজিছে কাঁসর,
বাকীরা বাজায় ঢাক পূজা অতঃপর।
দেবীর সম্মুখে হেরি ফলমূল মালা,
পঞ্চগব্য কোষাকুষি প্রসাদের থালা।
মহা রাত্রি কাল-রূপা নৃমুণ্ড-মালিনী,
ছিন্নমস্তা তুমি কালী করাল বদনী।
উগ্রচণ্ডা মহাকালী তুমি মা শঙ্করী,
অমাবস্যা শুভক্ষণে ঘোর বিভাবরী।
নিশিকালে কালীপূজা বিধিমতে হয়,
যূপ-কাষ্ঠে পশু বধ শাস্ত্র মতে কয়।
হোম যজ্ঞ পাঁঠাবলি, শাস্ত্রের লিখন,
পুষ্পাঞ্জলি শেষে হয় ভোগ বিতরণ।
পরবর্তী দিনে হয় দেবী বিসর্জন,
কালীর বন্দনা গাহে ভাণ্ডারী লক্ষ্মণ।