দীপাবলি ও কালীপুজোর আনন্দে ভরে উঠুক সকলের জীবন। মা কালীর কাছে প্রার্থনা করি সবাকার উজ্জ্বল ভবিষ্যত জীবন। শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা।

মা কালিকা আপনাদের সকলের কল্যাণ করুন। শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা রইল।
জয়গুরু 🙏🏾🙏🏾🙏🏾

শক্তি আরাধনায় দেবী বন্দনা
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কালী কালী মহাকালী
কপালিনী মুণ্ডমালী,
কখনো বা শ্যামাকালী
                    মহামায়ার রূপটি ধরে।


তুমি দুর্গা তুমি তারা
মায়ের আলোয় ভুবন ভরা
কালো রূপে মনোহরা
                      খড়্গ ও কৃপাণ করে।।


জয় কালী তারা বলে
মাকে পুঁজি অশ্রু জলে
খড়্গ  মায়ের করতলে
                     মাগো ত্রিশূলধারিনী।


তুমি মাগো চতুর্ভূজা
সকলেই করে পূজা
কখনোবা অষ্টভূজা
                     তুমি নরমুণ্ড মালিনী।।


শ্যামা মায়ের বরণ কালো
কালো রূপে এই জগত আলো
মাকে সবাই বাসো ভালো
                     রক্ত জবা মায়ের পায়ে।


জয়কালী করালবদনী,
কালিকে পাপহারিনী ,
তুমি দূর্গা, শিবা তুমি
                       তুমি চণ্ডিকা মহামায়ে।।