কবি লক্ষ্মণ ভাণ্ডারী একজন কবি। তাঁর লেখা কবিতাগুলির মধ্যে রয়েছে, শারদ সংকলন, মালা, আগমনী গীতি, কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী, শ্রীকৃষ্ণের রাসযাত্রা ইত্যাদি।
কবি লক্ষ্মণ ভাণ্ডারীর কবিতাগুলির মধ্যে রয়েছে শারদ সংকলন, মালা, আগমনী গীতি, কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী, শ্রীকৃষ্ণের রাসযাত্রা.
কবি লক্ষ্মণ ভাণ্ডারীর কবিতা সম্পর্কে আরও কিছু তথ্য
শারদ সংকলনে ১৪২৭টি কবিতা রয়েছে
শরতের সাদা মেঘ করে আনাগোনা, দূর হতে আগমনী গান যায় শোনা, শরতের সোনা রোদ ঝরে আঙিনায় ইত্যাদি কবিতাগুলি লক্ষ্মণ ভাণ্ডারীর লেখা
শ্রীকৃষ্ণের রাসযাত্রা একটি ধর্মীয় কবিতা
এই কবিতাটির পুরো স্বত্ব কবির কর্তৃক সংরক্ষিত
কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।
এসে গেল মাঘ মাস ........শীতকাল সমাপন
শীতের সমাপ্তি কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
মাঘমাস শীত নাই একি হল হায়,
ঝম্ ঝম্ বৃষ্টি নামে মুষল ধারায়।
পথেঘাটে জলকাদা পথ চলা দায়,
রাঙাপথে জলধারা বয়ে চলে যায়।
রাঙাপথে চলে যায় গাঁয়ের রাখাল,
মাথায় বাঁশের ছাতি নিয়ে গরুপাল।
জলে ভিজে ছেলেসব বিদ্যালয়ে চলে,
রাঙাপথ গেছে ভরে কাদা আর জলে।
রাঙাশাড়ি পরা বধূ ঘোমটা মাথায়,
নদীঘাট হতে বধূ জল নিয়ে যায়।
কাঁখেতে কলসী লয়ে রাঙাপথ ধরে,
কলসীতে জল ভরে বধূ চলে ঘরে।
বর্ষণ মুখর যদি মাঘ মাস শেষে,
অধিক ফসল হয় ধান হয় দেশে।
কবির কথন কভু অন্যথা না হয়,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি কবিতায় কয়।