এসে গেল মাঘ মাস ........শীতকাল সমাপন
শীতের সমাপ্তি কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
এসে গেল মাঘমাস শীত নাহি আর,
আর নাহি যায় দেখা ঘন কুয়াশার।
উঠিল অরুণ রবি লোহিত বরণ,
শীতের প্রকোপ নাহি শীত সমাপন।
তরুশাখে পাখিসব কলরব করে,
সকালের সোনা রোদ আঙিনায় ঝরে।
বাঁশি হাতে মাঠে চলে গাঁয়ের রাখাল,
রাঙাপথে হেঁটে চলে নিয়ে গরুপাল।
কাজলা দিঘির জলে হাঁসগুলি চরে,
দিঘি হতে জল নিয়ে বধূ চলে ঘরে।
ফকির ডাঙার মাঠ দিঘি হতে দূরে,
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে।
অজয় নদীর ঘাট গ্রাম সীমানায়,
সারি সারি গরুগাড়ি নদীঘাটে যায়।
এসে গেল মাঘ মাস শীত সমাপন,
লিখে কবিতায় কবি শ্রীমান লক্ষ্মণ।