শীতের সকাল বেলা
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শীতের সকাল ঢাকা ঘন কুয়াশায়,
পথঘাট গাছপালা দেখা নাহি যায়।
আমবন বাঁশবন কাঁপে আজি শীতে,
রাঙাপথে রাঙাবধূ আসে জল নিতে।

ধানের বোঝাই গাড়ি চলে সারি সারি,
দুই ধারে তালগাছ, খেজুর, সুপারি।
গাই গরু ভেড়া মোষ নিয়ে গরুপাল,
বাঁশি হাতে চলে মাঠে গাঁয়ের রাখাল।

শাল গায়ে হরিদাসী সাজায় দোকান,
বেগুনি, আলুর চপ, চুন, জর্দা, পান।
চা খায় দোকানে বসে পথচারীগণ,
হরিদাসী দোকানেতে ব্যস্ত সর্বক্ষণ।

অজয় নদীর বাঁকে শালবন আছে,
মহুল বনের ঝোপে বনটিয়া নাচে।
পৌষমাস শীতকাল শীত লাগে গায়,
লিখিল লক্ষ্মণ কবি শীত কবিতায়।