কুয়াশা মাখা আকাশ..........এসে গেল পৌষমাস
শীতের কবিতা মালা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শীতের সকালবেলা পাখিদের বসে মেলা
তরুশাখে পাখি গীত গায়,
পৌষমাসে শীত লাগে প্রভাত পাখিরা জাগে
মাঝে মাঝে ডানা ঝাপটায়।
উত্তরে হাওয়া বয় শীত অনুভূতি হয়
কনকনে শীত লাগে ভারি,
নয়ন দিঘির কাছে কাঁঠালের বন আছে
সারি সারি খেজুর সুপারি।
বাড়ির বেড়ার ধারে ঘেউ ঘেউ ডাক ছাড়ে
কয়েকটি পথের কুকুর।
রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি
অন্য গাঁয়ে চলে বহু দূর।
অজয় নদীর তটে প্রাচীন বিশাল বটে
নানাপাখি বাসা বেঁধে থাকে,
কাব্যের নব কাণ্ডারী কবি লক্ষ্মণ ভাণ্ডারী
তার কবিতায় লিখে রাখে।