কুয়াশা মাখা আকাশ..........এসে গেল পৌষমাস
শীতের কবিতা মালা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কুয়াশা মাখা আকাশ বাদলের পূর্বাভাস
শীতের সকাল মেঘে ঢাকা,
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে আজি সারাদিন ধরে
কাজল দিঘির ঘাট ফাঁকা।
কাজল দিঘির জলে মরাল মরালী খেলে
তালগাছ আছে দিঘি পাড়ে,
ভিজিছে উঠানে গাই বাছুরীটি পাশে নাই
হাম্বা হাম্বা রবে ডাক ছাড়ে।
ঘোমটা মাথায় দিয়ে দিঘি হতে জল নিয়ে
রাঙাবধু ভিজে ভিজে যায়,
শীতকালে বৃষ্টি নামে বৃষ্টি কভু নাহি থামে
কনকনে শীত লাগে গায়।
বৃষ্টিভেজা খেত মাঠ অজয় নদীর ঘাট
যাত্রীদল নদীপার হয়,
শীতের সকাল হয় অজয় তটিনী বয়
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কয়।