শরতে সকাল বেলা টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরতের মেঘে চলে ধীর বেগে
সাদা মেঘেদের ভেলা,
হিমের পরশে কুসুম ফুটেছে
শারদ সকাল বেলা।
টগর ফুটিল সৌরভ ছুটিল
ভুবন ভরিল গন্ধে,
অলি আসে যায় ফুলে মধু খায়
কভুবা নাচে আনন্দে।
নয়ন দিঘিতে শালুক ফুটেছে
দিঘি তার কাল জল,
মরাল মরালী করে জলকেলি
করে কত কোলাহল।
রাঙাপথ ছাড়ি আসে গরুগাড়ি
নদীঘাটে এসে থামে,
বুঝি মনে হয় যাবে পিত্রালয়
গাড়ি হতে বধূ নামে।
সাঁঝের আকাশে চাঁদ তারা হাসে
জোছনায় আঁকা ছবি,
সকাল ও সাঁঝে ঢাকঢোল বাজে
লিখিল লক্ষ্মণ কবি।