শরতে সকাল বেলা টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



শিউলির ডালে শারদ সকালে
শিউলি ফুটিল মেলা,
তরুর শাখায় পাখি গীত গায়
শারদ সকাল বেলা।



রাতের শিশির পড়ে ঝির ঝির
উঠানের কচি ঘাসে,
ঋতু আগমনে গগনে গগনে
সাদা মেঘমালা ভাসে।



তরুর শাখায় পাখি গীত গায়
শরতের রবি উঠে,
বাজে বাঁশি দূরে রাখালিয়া সুরে
কাননে কুসুম ফুটে।



অজয়ের চরে সারাদিন ধরে
খেয়ামাঝি খেয়া বায়,
লিখিল লক্ষ্মণ কাব্য অনুপম
লিখে কবি কবিতায়।