শরতে সকাল বেলা টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শারদ সকালে শিউলির ডালে
শিউলি ফুটিল মেলা,
আঙিনার ঘাসে প্রজাপতি বসে
শালিকেরা করে খেলা।
রাতের শিশির পড়ে ঝির ঝির
আঙিনায় দূর্বা ঘাসে,
পূবের গগনে অরুণ কিরণে
শরতের রবি হাসে।
দিঘি ভরা জলে শালুক ফুটিলে
শোভা অতি মনোহর,
শারদ আকাশে সাদা মেঘ ভাসে
বাতাসে করিয়া ভর।
অজয় সলিলে যাত্রী দলে দলে
হয়ে যায় নদী পার,
জল নিয়ে বধূ ঘরে যায় শুধু
ছেলেরা কাটে সাঁতার।
অজয়ের বাঁকে শালবন থাকে
মাদল বাজায় কারা,
রাতে জোছনায় নাচে আর গায়
সাঁওতালী রমণীরা।
রাত কেটে যায় পাখি গান গায়
নতুন সকাল হয়,
লিখিল লক্ষ্মণ কাব্য অনুপম
বহিছে নদী অজয়।