প্রভাত পাখিরা জাগে হিমের পরশ লাগে
শরতের আগমনী কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরতের সোনা রোদ ঝরে বসুধায়,
পাখিসব করে রব তরুর শাখায়।
ফুটিল টগর জুঁই, করবী চামেলি,
শিউলি ফুটিল মেলা সূর্যমুখী বেলি।
মন্দিরে কাঁসর ঘন্টা ঢাকঢোল বাজে,
পূজা পূজা গন্ধ ভাসে আশ্বিনের মাঝে।
ঢাকীরা বাজায় ঢাক সকাল ও সাঁঝে,
শিশুরা খুশিতে নাচে অঙ্গনের মাঝে।
সবুজ ধানের খেত শোভা মনোহর,
গ্রাম সীমানার কাছে অজয়ের চর।
অপরূপ শোভা হেরি নদী দুইকূলে,
দুইধার আছে ভরে সাদা কাশফুলে।
খুশিতে পুলক জাগে হৃদয়ে সবার,
দিনে দিনে ভিড় হয় পূজার বাজার।
সকলেই মেতে উঠে পূজার আনন্দে,
লিখিল লক্ষ্মণ কবি ছড়ায় ও ছন্দে।