শরতের আগমনে
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আগমনে ফুল ফুটে বনে,
সাদামেঘ ভেসে চলে গগনে গগনে।
হিমের পরশ লাগে সকাল বেলায়,
সোনারোদ উঁকি দেয় মোর আঙিনায়।



শিউলি ফুটিল মেলা শিউলির ডালে,
পাখিসব গীত গায় প্রভাতের কালে।
নিশির শিশির ঝরে ঘাসের আগায়,
ফোঁটা ফোঁটা শিশিরের বিন্দু দেখা যায়।


নয়ন দিঘির জলে হাঁসগুলি চরে,
সারাদিন দিঘিজলে কোলাহল করে।
ফুটেছে শালুক ফুল জলে চারিধারে,
পানকৌড়ি দেয় ডুব দেখি বারেবারে।


অজয়ের খেয়াঘাটে মাঝি খেয়া বায়,
দলে দলে যাত্রীদল ওই পারে যায়।
অজয় নদীর কূলে কাশ ফুল হয়,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি কবিতায় কয়।