শরতের আগমনে ..........টগর ফুটিল বনে
শরতের আগমনী কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরৎ আসিলে সোনালী সকালে
সোনাঝরা রোদ ঝরে,
রাতের শিশির ঝরে ঝির ঝির
সবুজ ঘাসের পরে।

তরুর শাখায় পাখি গীত গায়
ফুল ফুটে বনে বনে,
ফুটিল টগর শোভা মনোহর
শরতের আগমনে।

মাধবী মালতী মল্লিকা ও যুঁথি
শিউলি ফুটিল মেলা,
অরুণ উঠিল শিউলি ঝরিল
আজিকে সকালবেলা।

নয়ন দিঘিতে শালুক ফুটেছে
ফুটে আছে শতদল,
পাড়ে আছে গাছ জলে থাকে মাছ
দিঘিজল সুশীতল।

নদী দুই কূল ভরা কাশফুল
মাঝি করে খেয়া পার,
কাব্যের কাণ্ডারী লক্ষ্মণ ভাণ্ডারী
লিখে কবিতায় তার।