শরতের আগমনে ..........টগর ফুটিল বনে
শরতের আগমনী কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শারদ প্রভাতে তরুর শাখাতে
পাখিসব গীত গায়,
পূবের আকাশে সোনা রবি হাসে
রোদ ঝরে আঙিনায়।
মোর আঙিনায় বেলি শোভা পায়
টগর ফুটিল কত,
কুসুম কাননে মধু আহরণে
ধেয়ে আসে অলি যত।
ফুটেছে শিউলি করবী চামেলি
হাসিছে পাপড়ি মেলি,
দিঘি সরোবরে হাঁস খেলা করে
জলে করে জলকেলি।
পরে রাঙাশাড়ি বধূ চলে বাড়ি
দিঘি হতে জল নিয়ে,
রাঙাপথ ধরে বধূ চলে ঘরে
মাথায় ঘোমটা দিয়ে।
অজয়ের জলে যাত্রী দলে দলে
নদীজলে পার হয়,
নদী দুই কূলে ভরা কাশফুলে
লক্ষ্মণ ভাণ্ডারী কয়।