শরতের আগমনে ..........টগর ফুটিল বনে
শরতের আগমনী কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরৎ এসেছে শিউলি ফুটেছে
ফুল ফুটে বনে বনে,
তরুর শাখায় বিহগেরা গায়
শরতের আগমনে।

টগর চামেলি গন্ধরাজ বেলি
ফুটেছে ফুলের কলি,
মধু আহরণে কুসুম কাননে
ধেয়ে আসে যত অলি।

শারদ আকাশে সাদা মেঘ ভাসে
বক ওড়ে সারি সারি,
কচি ধানগাছে খেত ভরে আছে
অপরূপ শোভা তারি।

ছুটে গরুগাড়ি রাঙাপথ ছাড়ি
পার হয়ে কত মাঠ,
অজয়ের বাঁকে শালবন থাকে
এসে থামে নদীঘাট।

অজয়ের চরে সোনা রোদ ঝরে
দুই পারে কাশবন,
যাত্রী দলে দলে হাঁটে নদীজলে
লিখে কবি শ্রীলক্ষ্মণ।