শরতের আগমনে ..........টগর ফুটিল বনে
শরতের আগমনী কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বরিষণ শেষে শরৎ এসেছে
এই বসুধার পরে,
সকাল বেলায় মোর আঙিনায়
সোনালী রোদ্দুর ঝরে।
তরুর শাখায় বিহগেরা গায়
প্রভাত পাখিরা ডাকে,
শিশির দেখায় ঘাসের আগায়
গাঁয়ের পথের বাঁকে।
ফুটে কত ফুল টগর বকুল
শিউলি ফুটিল মেলা,
মাধবী মালতী গন্ধরাজ জুঁথি
ফুটিল প্রভাত বেলা।
অজয়ের চরে সোনা রোদ ঝরে
ঘাট ভরে কোলাহলে,
অজয় তটিনী লক্ষ্মণ কবির
কবিতায় কথা বলে।