শরতের আগমনে ..........টগর ফুটিল বনে
শরতের আগমনী কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শারদ আকাশে সাদা মেঘ ভাসে
শরতের আগমনে,
শরৎ এসেছে কুসুম ফুটেছে
টগর ফুটিল বনে।

মাধবী মালতী মল্লিকা ও যুথী
শিউলি ফুটিল মেলা,
মধু আহরণে আসে ফুলবনে
অলিরা প্রভাত বেলা,

নয়ন দিঘিতে শতদল ফুটে
শালুক ফুটিল কত,
রাজহাঁসগুলি করে জলকেলি
খেলা করে অবিরত।

অজয়ের চরে সোনা রোদ ঝরে
মাঝি করে খেয়া পার,
কাব্যের কাণ্ডারী লক্ষ্মণ ভাণ্ডারী
লিখে কবিতায় তার।