প্রভাত পাখিরা জাগে হিমের পরশ লাগে
শরতের আগমনী কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শারদ প্রভাত কালে নিশির শিশির,
দূর্বাদল বৃন্ত হতে পড়ে ঝির ঝির।
শরতের সাদামেঘ উড়িয়া বেড়ায়,
সাদামেঘ ভেসে চলে আকাশের গায়।
রাঙাপথে তরুশাখে পাখি গায় গান,
পাখিদের গান শুনে ভরে মন প্রাণ।
শরতে শিশিরসিক্ত শিউলির ফুল,
ফুটিল চামেলি বেলি টগর বকুল।
হিমের পরশ লাগে শীত লাগে গায়ে,
দুইধারে ধানখেত নদীঘাট বাঁয়ে।
অজয়ের দুই পাড় ভরা কাশফুলে,
অপরূপ শোভা হেরি নদী দুইকূলে।
শারদীয়া দুর্গাপূজা ভারি ধূমধাম,
দুর্গাপূজা উত্সবে মেতে উঠে গ্রাম।
আঙিনায় নৃত্য করে ছোট শিশুগণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।