প্রভাত পাখিরা জাগে হিমের পরশ লাগে
শরতের আগমনী কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গগনে উঠিল রবি শারদ প্রভাতে,
পাখিসব করে রব তরুর শাখাতে।
কাননে ফুটিল কলি সৌরভ ছড়ায়,
নিশির শিশির ঝরে ঘাসের আগায়।
শরতের সোনারোদ ঝরে আঙিনায়,
মাটিতে বসিয়া শিশু গুড় মুড়ি খায়।
লাফায় ফড়িং দূরে আঙিনার ঘাসে,
বনটিয়া কভু কভু শিশ দিতে আসে।
মাঠ ভরা কচি ধান শোভা মনোহর,
গ্রাম সীমানার কাছে অজয়ের চর।
অজয়ের দুই কূলে আছে কাশবন,
শালিকেরা করে খেলা হরষিত মন।
শারদীয়া দুর্গাপূজা দেরি নাই আর,
কেনাকাটা হয় শুরু পূজার বাজার।
হদয়ে পুলক জাগে খুশিতে সবার,
লিখিল লক্ষ্মণ কবি কবিতায় তার।