প্রভাত পাখিরা জাগে হিমের পরশ লাগে
শরতের আগমনী কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



শরতের আগমনে সোনা রোদ ঝরে,
রাতের শিশির ঝরে দূর্বা ঘাস পরে।
ফুটিল টগর ফুল শিউলির কলি,
মধু আহরনে আসে দলে দলে অলি।



রাঙাপথে দুইধারে আছে তালগাছ,
নয়নদিঘির জলে জেলে ধরে মাছ।
রাঙাশাড়ি পরা বধূ জল নিয়ে যায়,
শঙ্খচিল ভেসে চলে আকাশের গায়।



সবুজ ধানের খেত অতি মনোহরা,
অজয়ের দুই ধার কাশ ফুলে ভরা।
পিয়ালের বন থাকে অজয়ের বাঁকে,
নদীচরে সাদাবক উড়ে ঝাঁকে ঝাঁকে।



পূজার সানাই বাজে নদী হতে দূরে,
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে।
হদয়ে পুলক জাগে খুশি সবাকার,
লিখিল লক্ষ্মণ কবি কবিতায় তার।