প্রভাত পাখিরা জাগে হিমের পরশ লাগে
শরতের আগমনী কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শরতের আকাশেতে সাদামেঘ ভাসে,
গ্রামময় পূজা পূজা গন্ধ ভেসে আসে।
শারদীয়া দুর্গাপূজা মহা ধূমধাম,
দুর্গাপূজা উত্সবে মেতে উঠে গ্রাম।



ফুটিল শিউলি কলি করবী চামেলি,
সুনীলা অপরাজিতা টগর ও বেলি।
রাতের শিশির ঝরে পাতায় পাতায়,
রবির কিরণে বিন্দু অতি শোভা পায়।



সরোবরে বিকশিত কুমুদ কমল,
মধু আহরণ তরে আসে অলিদল।
জলে তার হাঁসগুলি কোলাহল করে,
গুগলি শামুক খায় সারাদিন ধরে।



অজয়ের নদীঘাটে পড়ে আসে বেলা,
শালিকের দল করে সারাদিন খেলা।
নদীঘাটে নামে ধীরে সাঁঝের আঁধার,
লক্ষ্মণ ভাণ্ডারী লিখে, কবিতায় তার।