শরতে সকাল বেলা টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



শিউলি ফুটেছে টগর হেসেছে
শরতের আগমনে,
ফুটেছে কুসুম পড়ে গেছে ধূম
ফুল ফুটে বনে বনে।


পূবের গগনে অরুণ কিরণে
হেসে উঠে সোনা রবি,
যেদিকে তাকাই দেখিবারে পাই
শরতের সোনা ছবি।


দিঘি কালো জলে মরালেরা চলে
মরালীর পিছে পিছে,
শারদ আকাশে সাদা মেঘ ভাসে
নীল আকাশের নীচে।


অজয়ের চরে সারাদিন ধরে
শালিকেরা করে খেলা,
পবন হিল্লোলে কাশ ফুল দোলে
শারদ সকাল বেলা।


মন্দিরের মাঝে সকাল ও সাঁঝে
ঢাকঢোল কাঁসি বাজে,
লিখিল লক্ষ্মণ দেবী আগমন
পূজা এসে গেল কাছে।