সরস্বতীর চরণ বন্দনা
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

বাকদেবী বীণাপানি তুমি সরস্বতী,
বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী তুমি মা ভারতী।
মাঘ মাস শুক্লপক্ষ পঞ্চমী তিথিতে,
সরস্বতী দেবী পূজা হয় বিধি মতে।

সম্মুখে মঙ্গল ঘট তাহে আম্র শাখা,
মৃত্তিকার বেদী পরে আলপনা আঁকা।
দেবীর গলায় শোভে শ্বেত পদ্মমালা,
সুগন্ধি চন্দন ধূপ বরণের ডালা।

মন্ত্রপাঠ করে বিপ্র বিল্বপত্র নিয়ে,
করিছেন হোমযজ্ঞ ঘৃতাহুতি দিয়ে।
পুষ্পাঞ্জলি দিয়ে সবে দেবীর চরণে,
প্রসাদ ভক্ষণ করে হরষিত মনে।

সন্ধ্যায় আরতি হয় শঙ্খ ঘন্টা বাজে,
প্যাণ্ডেল সজ্জিত হয় অপরূপ সাজে।
রাতে কত জ্বলে আলো হয় যাত্রাগান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।