সন্তানের জন্মদিবসের কবিতা (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

সূর্যশেখর নামেতে কবির তনয়,
আজিকার শুভদিনে পুত্র জন্ম লয়।
সূর্যসম  জ্যোতি লয়ে এলে জ্যোতির্ময়,
সবাকার প্রিয় তুমি  সর্বজনে কয়।

আচার্য রাখিল নাম জগতের সার,
সূর্যশেখর ভাণ্ডারী নাম রাখে তার।
জননী রাখিল নাম জয় নামে ডাকে,
ভালোবেসে পিতা তার বাবু নাম রাখে।

জননীর আশীর্বাদে সবে বড় হয়,
দেবীজ্ঞানে মাতৃপূজা করহ তনয়।
সর্বশিক্ষা লভি পুত্র হও জ্ঞানবান,
শ্রদ্ধাশীল হয়ে কর সবারে সম্মান।

একবিংশতি বর্ষে আজি হল পদার্পণ,
জন্মদিনে কাব্য লিখে ভাণ্ডারী লক্ষ্মণ।