শ্রাবণে বাদল ধারা ..... ভেসে যায় গ্রাম সারা শ্রাবণের কবিতামালা (তৃতীয় পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শ্রাবণে বরিষা নামে হয় বারিপাত,
জল ঝরে অবিরাম সারা দিনরাত।
গুরু গুরু মেঘ ডাকে আকাশের গায়,
চারিদিক অন্ধকার কালো মেঘে ছায়।
জলে ভিজে মাঠে চলে চাষী অবিনাশ,
জলে ভিজে সারাদিন মাঠে করে চাষ।
মাথায় বাঁশের ছাতা গাঁয়ের রাখাল,
জলে ভিজে মাঠে যায় নিয়ে গরুপাল।
মাথায় ঘাসের বোঝা চাষীবধূ আসে,
কর্দমাক্ত রাঙাপথে বাঁশবন পাশে।
রাঙাবধু জল নিয়ে রাঙাশাড়ি পরে,
কলসীতে জল নিয়ে চলে নিজ ঘরে।
অজয়ের নদীঘাটে মাঝি খেয়া বায়,
কূলভাঙা ঢেউ এসে কূলে আছড়ায়।
শ্রাবণে বাদল নামে নদে আসে বান,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ শ্রীমান।