বসন্তের রং লাগে...... রাঙিয়ে দিয়ে যাও
দোল পূর্ণিমার কবিতা (অষ্টম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তের আগমনে শিমূল পলাশ বনে
ফুটে ফুল শোভা মনোহর,
আম্রকুঞ্জে আম্রশাখে বসন্তে কোকিল ডাকে
কুহু কুহু সমুধুর স্বর।
বসন্তের রবি উঠে কাননে কুসুম ফুটে
শালবন সীমানার কাছে,
বসন্তের রং লাগে হৃদয়ে পুলক জাগে
শালবনে সাঁওতালী নাচে।
আজিকে দোলের দিনে সবে পিচকারি কিনে
রং খেলে সারাদিন ধরে,
রং খেলে মনে সুখে রং লাগে চোখে মুখে
রং লাগায় একে অপরে।
দোল পূর্ণিমা উত্সবে আবীরের খেলা হবে
সবারে আমি করি আহ্বান,
এসো এসো রং নাও আবীর মাখিয়ে দাও
কহে কবি লক্ষ্মণ শ্রীমান।