বসন্তের রং লাগে...... রাঙিয়ে দিয়ে যাও
দোল পূর্ণিমার কবিতা (সপ্তম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তের আগমনে আজি বসন্ত পবনে
প্রকৃতির শোভা মনোহর,
বসন্তে তরুর শাখে পাখি কিচিমিচি ডাকে
দূরে হেরি অজয়ের চর।
বসন্তের রং লাগে প্রভাত পাখিরা জাগে
নব রবি ছড়ায় কিরণ,
তরুশাখে কিশলয় অপরূপ শোভাময়
বিহগের মধুর মিলন।
দোল পূর্ণিমার তিথি পবিত্রতম দিনটি
রং আবীরে রাঙানো ধরা,
গাঁয়ের পথের বাঁকে সকলেই রং মাখে
হাতে পিচকারি রং ভরা।
সারাদিন রং খেলা রং খেলে কাটে বেলা
সকলেই নাচে আর গায়,
লিখিল লক্ষ্মণ কবি দোলের রঙিন ছবি
লিখে কবি তার কবিতায়।