বসন্তের রং লাগে...... রাঙিয়ে দিয়ে যাও
দোল পূর্ণিমার কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আজি বসন্ত বাতাসে ফুলের সৌরভ ভাসে
তরুশাখে নব কিশলয়।
বসিয়া আম্রের শাখে বসন্তে কোকিল ডাকে
পুলকিত সবার হৃদয়।
বসন্তের রং লাগে অন্তরে পুলক জাগে
একসাথে রং খেলে সবে,
আজি দোল পূর্ণিমায় সকলেই নাচে গায়
সারাদিন রং খেলা হবে।
জুটে সবে আঙিনায় একে অপরের গায়
রং দেয় আবীর মাখায়,
সম্মুখে যাহারে পায় ধরিয়া রং মাখায়
মেতে উঠে আবীর খেলায়।
মহানন্দে রং খেলা সারাদিন কাটে বেলা
এলো আজি খুশির লগন,
এসো এসো রং নাও আমায় রাঙিয়ে দাও
কহে কবি শ্রীমান লক্ষ্মণ।