বসন্তের রং লাগে...... রাঙিয়ে দিয়ে যাও
দোল পূর্ণিমার কবিতা (প্রথম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তের রং লাগে হৃদয়ে পুলক জাগে
দোলের সময় এল কাছে,
সবে দোল পূর্ণিমায় আবীর রং মাখায়
খুশিতে হৃদয় তাই নাচে।
লাজে রাঙা রাঙাবধূ দিও না রং কহে শুধু
তবু কেহ রং দিয়ে যায়,
রঙে রঙে বসুন্ধরা অপরূপা মনোহরা
রঙে সবে হৃদয় রাঙায়।
আর কটা দিন মোটে সকলেই মেতে ওঠে
রং আবীর পিচকারি মেলা,
হাতে রং মুখে রং রং মেখে সাজে সং
সারাদিন কেটে যায় বেলা।
এসো এসো সবে ত্বরা দোল মানে রং ভরা
রঙে দিয়ে মাখাও আবীর,
গাঁয়ের পথের বাঁকে সকলেই রং মাখে
রং মাখে অজয়ের তীর।
এসো এসো রং নাও হৃদয় রাঙিয়ে দাও
দোল পূর্ণিমার নিমন্ত্রণ,
হৃদয়ে পুলক জাগে বসন্তের রং লাগে
কহে কবি শ্রীমান লক্ষ্মণ।