বসন্তের রং লাগে...... রাঙিয়ে দিয়ে যাও
দোল পূর্ণিমার কবিতা (দশম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসন্তের আগমনে ফুল ফুটে বনে বনে
ফুটে কত শিমূল পলাশ,
কোকিলের কুহুতানে পুলক জাগায় প্রাণে
মৃদুমন্দ বহিছে বাতাস।
বসন্তে দোল পূর্ণিমা আনন্দের নাহি সীমা
একসাথে সবে রং খেলে,
মুখে আবীর মাখায় সকলেই নাচে গায়
রং মাখানো দুহাত মেলে।
সারাদিন রং খেলা রং খেলে কাটে বেলা
সকলেই মহানন্দে নাচে,
মাটি লেপা আঙিনায় সবারে রং মাখায়
আমার বাড়ির খুব কাছে।
অজয়ের ঘাট হতে জল নিয়ে রাঙাপথে
রাঙাবধূ জল নিয়ে যায়,
হায় হায় একি হল কেবা রং দিয়ে গেল
কেহ এসে আবীর মাখায়।
লাজে রাঙা রাঙাবধূ, নীরবেতে কাঁদে শুধু
লাজে মুখখানি হয় ম্লান,
মুখ ঢাকি ঘোমটায় জল নিয়ে ঘরে যায়
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।