রাখি পূর্ণিমার কবিতা - বিবিধ কবিতা
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ঘরে ঘরে আজি হয় রাখী উত্সব,
সবাকার মুখে তাই হাসি কলরব।
মহা ধূমধাম হয় আজিকার দিনে,
ভগিনী ভ্রাতার তরে রাখী আনে কিনে।
প্রদীপ জ্বালিয়ে রাখি সহোদরাগণ,
ভ্রাতার কপালে দেয় সুগন্ধি চন্দন
পরে ধান্য দূর্বা দেয় মস্তকে ভ্রাতার,
ভ্রাতা ভগিনীরে দেয় নানা উপহার।
শঙ্খধ্বনি উলুধ্বনি হয় ঘনে ঘনে,
ভ্রাতার হস্তেতে রাখী বাঁধে সযতনে।
বর্ষে বর্ষে আসে রাখী মহা ধূমধাম,
রাখী উত্সবে আজি মেতে উঠে গ্রাম।
রাখি পূর্ণিমার দিন ভারি ধূম হয়,
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কবিতায় কয়।