পূজা এসে গেল কাছে.... পূজার খুশিতে হৃদয় নাচে
শারদীয়া পূজার কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
পূজা পূজা গন্ধ ভাসে পূজা এল কাছে,
পূজার খুশিতে শিশু হাত তুলে নাচে।
বাজারেতে ভিড় জমে পূজার বাজার,
হৃদয়ে পুলক জাগে খুশিতে সবার।
ঢাকঢোল কাঁসি বাজে দেবীর মন্দিরে,
পূজার প্রস্তুতি চলে প্রতি ঘরে ঘরে।
এবার পূজায় চাই বেনারসী শাড়ি,
শাড়িতে মানায় ভাল ধন্য বঙ্গনারী।
রবিবারে হাট বসে অজয়ের তীরে,
সারাদিন কেনাকাটা জনতার ভিড়ে।
ধূতি শাড়ি জামা ফ্রক কেনাকাটা করে,
হাটে চলে বেচাকেনা সারাদিন ধরে।
শালবনে মাঝি সব মাদল বাজায়,
পূজার সানাই বাজে সুর শোনা যায়।
আকাশে বাতাসে ভাসে আগমনী গান,
পূজার কবিতা লিখে লক্ষ্মণ শ্রীমান।