পূজা এসে গেল কাছে.... পূজার খুশিতে হৃদয় নাচে
শারদীয়া পূজার কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরতের আকাশেতে সোনা রবি হাসে,
নিশির শিশির ঝরে কচি দূর্বা ঘাসে।
সবুজ ধানের খেত দূরে কাদা ডোবা,
সোনা ঝরা রোদ ঝরে অপরূপ শোভা।
শিউলির ডালে ডালে ফুটে সব কলি,
মধুলোভে আসে ধেয়ে দলে দলে অলি।
ফুটিল টগর মেলা করবী চামেলি,
মাধবী আর মালতী জুঁই আর বেলি।
শালুক ফুটিল কত দিঘি কালো জলে,
মরাল মরালী জলে মাতে কোলাহলে।
সরোবরে প্রস্ফুটিত সহস্র কমল,
মধু আহরণ তরে আসে অলিদল।
অজয়ের দুই কূলে কাশ ফুলে ভরা,
শরতের সোনারোদে হাসে বসুন্ধরা।
পূজা এসে গেল কাছে নাচিছে হৃদয়,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি কবিতায় কয়।