পূজা এসে গেল কাছে.... পূজার খুশিতে হৃদয় নাচে
শারদীয়া পূজার কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শারদীয়া দূর্গাপূজা দেবী আগমন,
আঙিনায় নৃত্য করে যত শিশুগণ।
ঢাকঢোল ঘন্টা বাজে দেবীর মন্দিরে,
পূজার প্রস্তুতি চলে গ্রামে ঘরে ঘরে।
ফুটিল শিউলি কলি ফুটিল টগর,
গুঞ্জরিয়া পুঞ্জে পুঞ্জে আসে মধুকর।
পাতায় পাতায় ঝরে নিশির শিশির,
কচি দূর্বাঘাস পরে পড়ে ঝিরঝির।
প্রভাতের সোনা রবি ছড়ায় কিরণ,
তরুশাখে পাখিদের মধুর মিলন।
কাজলা দিঘির জল করে ঝলমল,
দিঘিজলে ফুটে আছে কুমুদ কমল।
সোনারোদ পড়ে ঝরে অজয়ের চরে,
শালিকেরা করে খেলা সারাদিন ধরে।
আসিল শরত্কাল দেবী আগমন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।