দেবীর মন্দির মাঝে .... ঢাকঢোল কাঁসি বাজে
পুজা এসে গেল কাছে (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরৎ আসিল আজি উঠিল বাজনা বাজি
ঢাকঢোল আর কাঁসি বাজে,
ঢাকীরা বাজায় ঢাক বাজে কাঁসি বাজে শাঁখ
গাঁয়ের দুর্গা মন্দির মাঝে।
পূজার বাজার হয় দাম কিন্তু কম নয়
ধূতি চাদর ঢাকাই শাড়ি,
লাল চেলি শাড়ি পরে বধূ চলে পিতৃঘরে
ঘাটে নামে চড়ি গরুগাড়ি।
অজয়ের দুইকূলে আছে ভরা কাশফুলে
মাঝি করে খেয়া পারাপার,
অজয়ের দুই পারে ধান খেত দুই ধারে
বাজে দূরে সানাই পূজার।
পূজা এসে গেল কাছে পুলকে হৃদয় নাচে
ভেসে আসে আগমনী গান,
লিখিল লক্ষ্মণ কবি শরতে পূজার ছবি
খুশিতে মাতিয়া ওঠে প্রাণ।