দেবীর মন্দির মাঝে .... ঢাকঢোল কাঁসি বাজে
পূজা এসে গেল কাছে (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরতে প্রভাতকালে শিউলির ডালে ডালে
ফুটেছে শিউলি ফুলকলি,
ফুটেছে টগর বেলি করবী আর চামেলি
আসে ধেয়ে দলে দলে অলি।
সকালে ঘাসের পরে নিশির শিশির ঝরে
তরুশাখে পাখি গীত গায়,
শরতের সোনা ঝরা রোদে লাগে মনোহরা
সোনা রবি কিরণ ছড়ায়।
গ্রাম সীমানার কাছে দুর্গার মন্দির আছে
এসে গেল পূজার সময়,
দুর্গার মন্দির মাঝে ঢাকঢোল কাঁসি বাজে
ঘন্টা বাজে শঙ্খধ্বনি হয়।
অজয়ের নদীচরে বাউলেরা গান ধরে
একতারা নিয়ে গায় গান,
পূজা এসে গেল কাছে খুশিতে হৃদয় নাচে
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।