দেবীর মন্দির মাঝে .... ঢাকঢোল কাঁসি বাজে
পুজা এসে গেল কাছে (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরতের নীলাকাশে সাদা মেঘমালা ভাসে
হাসে রবি পূরব গগনে,
ফুটিল টগর মেলা শরতে সকালবেলা
ফুল ফুটে কুসুম কাননে।
প্রভাত পাখিরা জাগে হিমের পরশ লাগে
হিম পড়ে ঘাসের আগায়,
সবুজ ঘাসের পরে নিশির শিশির ঝরে,
পাখি গায় তরুর শাখায়।
দেবীর মন্দির মাঝে ঢাকঢোল কাঁসি বাজে
এসে গেল পূজার সময়,
আর তো সময় নাই ধূতি শাড়ি কেনা চাই
পূজার বাজারে ভিড় হয়।
পূজার বোনাস চাই গেটে তালা ঝুলে তাই
কারখানা হয়ে গেল বন্ধ,
কহিছে লক্ষ্মণ কবি হেরি বিষাদের ছবি
মাটি হল পূজার আনন্দ।