দেবীর মন্দির মাঝে .... ঢাকঢোল কাঁসি বাজে
পুজা এসে গেল কাছে (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরতে সকালবেলা শিউলি ফুটিল মেলা
ফুটেছে টগর ফুল কত,
ফুটিল ফুলের কলি ধেয়ে আসে যত অলি
গুন গুন করে অবিরত।
গাঁয়ে রাঙাপথ ধরে লালপাড় শাড়ি পরে
রাঙাবধূ জল নিতে আসে,
দুইধারে ধানখেতে মুক্তবায়ু উঠে মেতে
নিশির শিশির ঝরে ঘাসে।
নয়ন দিঘির জল রোদে করে ঝলমল
শালুক ফুটেছে ধারে ধারে,
অপরূপা মনোহরা কাশফুলে আছে ভরা
অজয় নদীর দুই পারে।
অজয় নদীর ঘাটে অরুণ বসিল পাটে
নেমে আসে সাঁঝের আঁধার,
লিখিল লক্ষ্মণ কবি শরতের সোনা ছবি
লিখে কবি কবিতায় তার।