দেবীর মন্দির মাঝে .... ঢাকঢোল কাঁসি বাজে
পুজা এসে গেল কাছে (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গগনেতে রবি উঠে শরতের শিউলি ফুটে
টগর ফুটেছে ফুলবনে,
ফুলের সৌরভ ভাসে অলি দল ধেয়ে আসে
শরতের ঋতু আগমনে।
সবুজ ধানের ক্ষেতে সমীরন ওঠে মেতে
রাখালিয়া সুরে বাঁশি বাজে,
দেবীর মন্দির মাঝে ঢাকঢোল ঘন্টা বাজে
রোজ ভোরে সকাল ও সাঁঝে।
পূজা এসে গেল কাছে, খুশিতে হৃদয় নাচে
এলো শারদীয়া উৎসব,
পূজা এসে গেল ভাই পূজার পোশাক চাই
ঘরে ঘরে হাসি কলরব।
সরোবরের বিকশিত শতদল প্রস্ফুটিত
কমল কাননে অলি ধায়,
শরতের সোনা রবি মনে হয় যেন ছবি
লিখিল লক্ষ্মণ কবিতায়।