দেবীর মন্দির মাঝে .... ঢাকঢোল কাঁসি বাজে
পুজা এসে গেল কাছে (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরতের আগমনে ফুল ফুটে ফুল বনে
পূজা এসে গেল খুব কাছে,
শুনি আগমনী গান মেতে উঠে মন প্রাণ
খুশিতে হৃদয় তাই নাচে।
হিমের পরশ লাগে তরুশাখে পাখি জাগে
শিউলি ফুটিল রাশি রাশি,
উঠোনে অপরাজিতা মাধবী মালতী লতা
ফুলে ফুলে পাপড়ির হাসি।
আগমনী সুর ভাসে পূজা যত কাছে আসে
করে সবে পূজার বাজার,
শারদীয়া দুর্গাপূজা আসেন মা দশভূজা
চিত্ত পুলকিত সবাকার।
অজয়ের নদীচরে সোনালি রোদ্দুর ঝরে
পূজার সানাই বাজে দূরে,
লিখিল লক্ষ্মণ কবি পূজার সুন্দর ছবি
গান শুনি আগমনী সুরে।