দেবীর মন্দির মাঝে .... ঢাকঢোল কাঁসি বাজে
পুজা এসে গেল কাছে (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
দেবীর মন্দির মাঝে ঢাকঢোল কাঁসি বাজে
এসে গেল পূজার সময়,
শারদীয়া দুর্গাপূজা আসেন মা দশভূজা
বাজারে পূজার ভিড় হয়।
কেহ কেনে ধূতি শাড়ি জামা কিনে আসে বাড়ি
চতুর্দিকে পড়ে যায় সাড়া,
পূজা এসে গেল কাছে পুলকে হৃদয় নাচে
কোলাহলে মেতে ওঠে পাড়া।
রাঙাপথে লোক চলে যাত্রীসব দলে দলে
আসে সবে অজয়ের তীর,
রবিবারে বসে হাট কোলাহলে ভরে ঘাট
হাটুরে ও ক্রেতাদের ভিড়।
হলে সাঁঝের সময় মন্দিরে আরতি হয়
দীপ জ্বলে প্রতি ঘরে ঘরে,
কহে কবি শ্রীলক্ষ্মণ শরতের আগমন
লিখে কবি কবিতার পরে।