হেমন্তে অঘ্রান মাসে ..........নতুন নবান্ন আসে
প্রতি ঘরে ঘরে নবান্ন উত্সব (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে রাঙাপথ বাঁকে মাঠে মাঠে ধান পাকে
চাষীগণ মাঠে কাটে ধান,
ঠিকমত বর্ষা হলে মাঠে মাঠে সোনা ফলে
মেতে উঠে সবাকার প্রাণ।
ঘরে ঘরে কলরব নবান্নের উত্সব
সারাগাঁয়ে পড়ে যায় সাড়া,
আছে গাঁয়ে যত চাষী সবাকার মুখে হাসি
উত্সবে মেতে উঠে পাড়া।
মুট আনে চাষী ঘরে রাখে মাচানের পরে
চাষীবধূ আলপনা আঁকে,
ধান্য দূর্বা দিয়ে তাতে মাঙ্গলিক ঘট পাতে
ঘটে ডাব আম্রশাখা থাকে।
বসে সবে আঙিনায় মহানন্দে সবে খায়
নবান্নের উত্তম আহার,
লিখিল লক্ষ্মণ কবি নবান্নের নব ছবি
লিখে কবি কবিতায় তার।