হেমন্তে অঘ্রান মাসে ..........নতুন নবান্ন আসে
প্রতি ঘরে ঘরে নবান্ন উত্সব (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



অঘ্রানে ধানের খেতে সমীরণ উঠে মেতে
মাঠে মাঠে সোনাধান পাকে,
চাষীসব মাঠে মাঠে সারাদিন ধান কাটে
ধান এনে গোলা ভরে রাখে।



কার্তিক অঘ্রান মাসে হিম পড়ে কচি ঘাসে
রাঙাপথে চলে গরুগাড়ি,
ছাড়িয়া পূবের মাঠ পার হয় নদীঘাট
দূরগাঁয়ে দেয় তারা পাড়ি।



আঙিনায় রোদ ঝরে চাষীদের গোলা ভরে
নতুন ধানের চিঁড়া হয়,
অঘ্রানে নবীন অন্ন সাথে থাকে পরমান্ন
সকলে নবান্ন তারে কয়।



মাটি লেপা আঙিনায়, কলার পাতায় খায়
সকলেই বসে সারি সারি,
নবান্নের উৎসবে মাতে সবে কলরবে
লিখে কবি লক্ষ্মণ ভাণ্ডারী।