হেমন্তে অঘ্রান মাসে ..........নতুন নবান্ন আসে
প্রতি ঘরে ঘরে নবান্ন উত্সব (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



কার্তিক অঘ্রান মাসে হিম পড়ে কচি ঘাসে
শীতের পরশ লাগে গায়ে,
চাষী সব যায় মাঠে সারাদিন ধান কাটে
সাঁঝ হলে ফিরে আসে গাঁয়ে।



গাঁয়ের রাখাল ভাই ডাঙায় গরু চরায়
বাজে বাঁশি রাখালিয়া সুরে,
দুইধারে ধান মাঠ পথ গেছে নদীঘাট
গাঁয়ের সীমানা হতে দূরে।



উঠোনে বেড়ার ধারে কলাগাছ সারে সারে
মাটির পাঁচিল দিয়ে ঘেরা,
মাটির উঠোন পরে সোনা রোদ পড়ে ঝরে
উঠোনের পাশে আছে বেড়া।



নবান্নের আয়োজন ব্যস্ত সবে চাষীগণ
ঘরে ঘরে পায়েস রন্ধন,
নবান্ন আজিকে তাই আনন্দের সীমা নাই
লিখে কবি শ্রীমান লক্ষ্মণ