হেমন্তে অঘ্রান মাসে ..........নতুন নবান্ন আসে
প্রতি ঘরে ঘরে নবান্ন উত্সব (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নবান্ন আসিল ভাই আনন্দিত সবে তাই
নবান্নের হয় আয়োজন,
মুট আনে চাষীভাই চাষীবৌ ঘট সাজায়
আসে ঘরে আমন্ত্রিতগণ।
ধান পাকে মাঠে মাঠে চাষীরা ফসল কাটে
নবান্ন আসে অঘ্রান মাসে,
উঠোনে আল্পনা আঁকা ঘটে আছে ডাব রাখা
ধান্য দূর্বা রাখে চারিপাশে।
মাটির উঠোন পরে সকলেই বসে পড়ে
গুড় দিয়ে মাখে চিঁড়া খই,
করে নবান্ন আহার পেট ভরে সবাকার
সাথে থাকে চিনিপাতা দই।
সুস্বাদু ব্যঞ্জন কত খায় প্রয়োজন মত
সবে করে মধ্যাহ্নে ভোজন।
সকলে খায় নবান্ন শেষে দেয় পরমান্ন
লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।