হেমন্তে অঘ্রান মাসে ..........নতুন নবান্ন আসে
প্রতি ঘরে ঘরে নবান্ন উত্সব (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নবান্নের উৎসবে ধূমধামে মাতে সবে
ঘরে ঘরে খুশির জোয়ার,
মাটির উঠোন পরে সোনারোদ পড়ে ঝরে
বসে করে নবান্ন আহার।
উঠোনে ধানের গোলা হাসে চাষী প্রাণখোলা
ঘরে ঘরে হাসি কলরব,
হেমন্তে অঘ্রান মাসে নতুন ফসল আসে
তাই হয় নবান্ন উত্সব।
গ্রামে পড়ে যায় সাড়া মেতে উঠে চাষীপাড়া
সবে করে ভারি ধূমধাম,
নতুন আতপ অন্ন তৈরি হয় পরমান্ন
উৎসবে মাতে গোটা গ্রাম।
দিবা অবসান হলে সাঁঝের প্রদীপ জ্বলে
কোলাহল সব থেমে যায়,
লিখিল লক্ষ্মণ কবি নবান্নের নব ছবি
ভেসে উঠে শুভ্র জোছনায়।