হেমন্তে অঘ্রান মাসে ..........নতুন নবান্ন আসে
প্রতি ঘরে ঘরে নবান্ন উত্সব (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
হেমন্তে অঘ্রান মাসে নিশির শিশির ঘাসে
বিন্দু বিন্দু ঝরে সুপ্রভাতে,
মাঠে পাকে সোনা ধান আনন্দিত চাষীপ্রাণ
নবান্নের উত্সবে মাতে।
মুড়ি মুড়কি ও খই সাথে থাকে চিঁড়া দই
সকলেই বসে আঙিনায়,
নতুন আতপ অন্ন তৈরি হয় পরমান্ন
বসে খায় কলার পাতায়।
সুস্বাদু ব্যঞ্জন কত রাঁধে পছন্দের মত
আলুভাজা পোস্তবড়া হয়,
বেগুনের তরকারি মুগডালের খিচুড়ি
বেশি খেলে তবু পেটে সয়।
নবান্নের উত্সবে একসাথে মাতে সবে
সারাদিন নবান্ন ভোজন,
গাঁয়ে পড়ে যায় সাড়া মেতে উঠে চাষীপাড়া
কবিতায় লিখিল লক্ষ্মণ।