হেমন্তে অঘ্রান মাসে ..........নতুন নবান্ন আসে
প্রতি ঘরে ঘরে নবান্ন উত্সব (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গগনে উঠিল রবি হেমন্তের নব ছবি
মাঠে মাঠে পাকে সোনাধান,
গাঁয়ের পথের পরে একতারা হাতে ধরে
হরিদাস গায় সুরে গান।



নবান্নের উৎসবে মেতে উঠে চাষী সবে
নবান্নের নব আয়োজন,
সুস্বাদু ব্যঞ্জন যত রান্না হয় কত শত
ঘরে ঘরে হয় নিমন্ত্রণ।



মুড়ি আর চিড়া খই সাথে থাকে গুড় দই
সকালের উত্তম আহার,
বসি আঙিনার পরে দুপুরে ভোজন করে
নবান্ন প্রিয় সবাকার।



ফুটফুটে জোছনায় মহানন্দে সবে খায়
ধূম পড়ে যায় সারা গাঁয়ে,
রাত কাটে ভোর হয় লক্ষ্মণ ভাণ্ডারী কয়
সকালে চুমুক দেয় চায়ে।