গতকাল ছিল প্রস্তাব দিবস। নেটওয়ার্ক গোলযোগের কারণে কবিতা প্রকাশ দিতে পারি নাই। তাই আজ কবিতা প্রকাশ দিলাম।

প্রপোজ ডে (৮ই ফেব্রুয়ারি)-প্রস্তাব দিবস
ভ্যালেন্টাইনস সপ্তাহের দ্বিতীয় দিনে, রোজ ডে-র পরের দিন অর্থাৎ প্রপোজ ডে আজ পালিত হবে। এই দিনে প্রেমিক দম্পতিরা একে অপরকে তাদের মনের কথা জানান। শুভ প্রস্তাব দিবস।

প্রস্তাব দিবস আজি (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

প্রস্তাব দিবস আজি পূণ্য শুভক্ষণে,
নতুন প্রস্তাব যত দাও প্রিয়জনে।
ভালবাসা সপ্তাহের দ্বিতীয় দিবসে,
প্রিয়ার বিরহে আজি মন নাহি বসে।

শুন শুন সর্বজন শুন দিয়া মন,
প্রস্তাব দিবসে কথা কহিব বর্ণন।
নতুন প্রস্তাব দিবে কহিলাম সার,
দুটি মন এক হয় দিনে আজিকার।

আজিকে প্রস্তাব দিবস সর্বজনে কয়,
নতুন প্রস্তাব সব আজি দিতে হয়।
প্রেমিক প্রেমিকা শুন বচন আমার,
একে অপরের তরে কর অঙ্গীকার।

ভালবাসি প্রিয়জনে করে কর রাখি,
অব্যক্ত প্রস্তাব যত কহ কাছে ডাকি।
প্রিয়া বিরহে কবির ভারাক্রান্ত মন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।

************

চকোলেট ডে (৯ই ফেব্রুয়ারি)-চকোলেট দিবস
৯ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সম্পর্কের মাধুর্য বজায় রাখতে একে অপরকে চকলেট দেয়। ভ্যালেন্টাইনস উইকের তৃতীয় দিনে চকলেট ডে পালিত হয়।


চকোলেট দিবসের কবিতা (হ্যাপি চকোলেট ডে)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

চকোলেট দিবসেতে চকোলেট চাই,
চকোলেট দিয়ে আজি শুভেচ্ছা জানাই।
জানে ভালো সকলেই আজিকার দিনে,
প্রিয়জনে দিতে হয়, চকোলেট কিনে।

চকোলেট বাক্স সাথে দামী উপহার,
গোলাপী গোলাপগুচ্ছ রেখো দুইচার।
মনে রেখো আজিকে গোলাপ দিবস,
চকোলেট দিলে আজি প্রিয়া হয় বশ।

ভালবেসে চকোলেট দাও প্রিয়জনে,
চকোলেট দিবসের পূণ্য শুভক্ষণে।
গোলাপের গুচ্ছ এক ধরি একহাতে,
ভালবাসা বিনিময় করো প্রিয়া সাথে।

চকোলেট দাও যদি প্রিয়ার হস্তেতে,
নিশ্চয় জানিও দিন যাবে ভাল মতে।
চকোলেট ডে আজিকে করহ পালন,
কাব্য লিখিলেন কবি ভাণ্ডারী লক্ষ্মণ।

*****************************
মনে রাখবেন-
প্রতি বছর ৯ ফেব্রুয়ারি চকলেট দিবস হিসাবে পালিত হয়। এই দিনটি ভ্যালেন্টাইন উইকের তৃতীয় দিন। চকলেটকে সম্পর্কের মিষ্টতার সাথে তুলনা করা হয়। চকলেট দিবসে, আপনি সেইসব মানুষকেও চকলেট দিতে পারেন যাদের আপনি আপনার জীবনে বিশেষ বলে মনে করেন।
যদি আপনি কাউকে পছন্দ করে থাকেন তাহলে আজকের এই দিনে তাকে চকলেট দিয়ে সম্পর্ক শুরু করার দিকে এক ধাপ এগিয়ে যেতে পারেন। যাকে আজকের এই বিশেষ দিনে চকলেট দিতে চান, তার সাথে দেখা করা সম্ভব না হলে, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে চকলেট দিবসের সুন্দর ওয়ালপেপার
পাঠিয়ে মন জয় করতে পারেন।