সারা বিশ্বে আজ পালিত হচ্ছে প্রতিশ্রুতি দিবস। প্রেম মানেই প্রতিশ্রুতি, অঙ্গীকার, বিশ্বাস। এই প্রতিশ্রুতিগুলোই আমাদের সম্পর্ককে সুন্দর করে তোলে। ভালবাসার অনেক প্রতিশ্রুতিই তো আমরা দিই, কিন্তু তা সত্ত্বেও জীবনটা দুঃখময় হয়ে যায়।
অবসাদ, বিরক্তি ঠিকভাবে খুশিতে থাকতে দেয় না। কারণ খুশিতে থাকতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন নিজেদের মধ্যে কিছু প্রতিশ্রুতি দেওয়া, আর সেই প্রতিশ্রুতি মেনে চলা। তাহলেই দৃঢ় হবে আত্মবিশ্বাস, সুন্দর হবে দুটি মন, দুটি হৃদয়।
সম্পর্ক সুন্দর হবেই। আজ প্রতিশ্রুতি দিবস (প্রমিস ডে)। তাই নিজেদের মধ্যে করুন কিছু নতুন, নতুন ভালবাসার প্রতিশ্রুতি।
ভালবাসার প্রতিশ্রুতি দিবসের নতুন ভাবনায় লেখা আমার কবিতা।
আমি তোমার হৃদয় চুরি করেছি আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই প্রতিশ্রুতি আমার সাথে তোমাকে সারা জীবন ধরে রাখব। আমার ভালোবাসা তোমাকে একটি খুব শুভ প্রতিশ্রুতি দিবসের শুভেচ্ছা জানায়।  শুভ প্রতিশ্রুতি দিবস।

প্রতিশ্রুতি দিবসের কবিতা (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

প্রতিশ্রুতি দিবসেতে কর অঙ্গীকার,
আজীবন একসাথে পথে চলিবার।
প্রতিশ্রুতি কর দান হৃদয়ের কথা,
আজীবন সাথে রব না হবে অন্যথা।

হৃদয়ের গাঁথা মালা দিয়েছো যাহারে,
প্রিয় তব আপনার বুঝে নিও তারে।
প্রতিশ্রুতি দাও নিজ সাধ্য অনুসার,
দিনে দিনে বাড়ে প্রেম হৃদয় মাঝার।

প্রতিশ্রুতি দিবসের পুণ্য শুভ ক্ষণে,
যাহা চায় দাও কিনে তব প্রিয়জনে।
গোলাপের ভালবাসা প্রতিশ্রুতি দেয়,
কার সাধ্য ভালবাসা তার কেড়ে নেয়?

প্রতিশ্রুতি দিবসেতে জাগে অনুভূতি,
তুমি মম আমি তব দাও প্রতিশ্রুতি।
আমি তব তুমি মম করি বাক্য দান,
কবিতায় কহে কবি লক্ষ্মণ শ্রীমান।